সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ (কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৩)

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ প্রকাশিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি  acas.edu.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে আসন আছে মোট ৩৫৩৯ টি। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আসন সংখ্যা আরো বাড়ানো হতে পারে। ০৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সকল তথ্য নিন্মে প্রদান করা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় এর সংখ্যা ও আসনসংখ্যা

বিশ্ববিদ্যালয়ের নামআসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর৩৬০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা৭০৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট৪৩১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম২৪৫
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ৯০ টি
সর্বমোট৩৫৩৯

কৃষি সমন্বিত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারিখ এবং সময়সূচী ২০২২ 

আবেদন শুরুঃ ১৭ জুলাই ২০২২ 

আবেদন শেষঃ ১৬ আগস্ট ২০২২ 

ভর্তি পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২ 

আবেদন ফিঃ ১২০০ (এক হাজার দুইশত) টাকা

ফলাফল প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২২ 

আবেদনের ন্যূনতম যােগ্যতাঃ 

  1. ২০১৭/২০১৮ সালে এসএসসি/ সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে।
  2. এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
  3. O লেভেল পরীক্ষায় ৫ টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানে ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে ,উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ পেতে হবে এবং আলাদা ভাবে ৪.০ পেতে হবে।
  4. এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।

সমন্বিত গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

আবেদনের নিয়মাবলি:

১) আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের আবেদন নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

২) মােবাইল ফোন নাম্বার প্রদানের  স্থানে নিজস্ব বা বিশ্বস্ত ফোন নাম্বার হওয়া আবশ্যক এই নাম্বারে এসএমএস এর  মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যাদি জানানাে হবে।

৩) কোটায় আবেদনকারী না হলে কোটার ঘরে ‘সাধারণ’ সিলেক্ট করতে হবে।

লিখিত নির্বাচনী পরীক্ষা

  • লিখিত নির্বাচনী পরীক্ষার সময়সূচী আগামী মার্চ মাসে জানিয়ে দেওয়া হবে।
  • উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বশেষ পাঠ্যক্রম অনুসরণে ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজিতে প্রণীত হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেয়া হবে।

আবেদন ফি প্রদানের নিয়মাবলি:

আবেদন ফি ১২০০/- (এক হাজার) টাকা মাত্র  ‘রকেট’, ‘বিকাশ’ বা ‘শিওরক্যাশ’-এর মাধ্যমে নিম্নে প্রদত্ত নির্দেশনা  মােতাবেক জমা দিতে হবে। তবে কেউ তাৎক্ষণিকভাবে ফি জমা দিতে না পারলে আবেদনের শেষ তারিখের মধ্যেই উক্ত ওয়েবসাইটে লগইন করে জমা দিতে হবে।

ক) রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়াঃ 

  1. ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মূল মেনুতে প্রবেশের জন্য *322# ডায়াল করতে হবে।
  2. Bill pay সিলেক্ট করতে হবে।
  3. তারপর Self সিলেক্ট করতে হবে।
  4. কৃষি বিষয়সমূহে ভর্তির জন্য ‘0’ (শুন্য) সিলেক্ট করতে হবে।
  5. Biller ID হিসেবে 336 টাইপ করতে হবে।
  6. Bill Number এর স্থলে প্রদত্ত PIN (রকেট-এর PIN নয়) টাইপ করতে হবে।
  7. Amount হিসেবে আবেদন ফি টাকা ১০০০ টাইপ করতে হবে।
  8. এবার রকেট এর PIN টাইপ করতে হবে।
  9. ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID (TxnID) আসবে
  10. অনলাইনে প্রবেশ করে পেমেন্ট অপশন হতে রকেট সিলেক্ট করে নির্ধারিত স্থানে উক্ত Transaction ID টি প্রদান করতে হবে।


ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১,কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২০-২০২১,কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২০২১,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা 2021,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *