ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি 7 কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2021-22 প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরভুক্ত সরকারি সাত কলেজে অনার্স (সম্মান) ভর্তির নোটিশ প্রদান করেছে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট 7college.du.ac.bd এ প্রকাশ করা হয়েছে। ৭.৫০ এর কম পয়েন্ট দিয়ে সরকারি কলেজ গুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা ১০% তাই এখন থেকে ঢাবি অধিভুক্ত সাত সরকারি কলেজের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। তোমাদের কম পয়েন্ট ধারীদের জন্য ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজের দরজা খোলা আছে। হয়তো এখানে পরীক্ষা দিতে হবে কিন্তু কম পয়েন্টে সবাই পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। ঢাবি ৭ বিশ্ববিদ্যালয়ে খরচ অনেক কম। এই সাত কলেজে পড়তে হলে বছরে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ লাগে। আপনি যদি ৭ কলেজ ভর্তি নির্দেশিকা ২০২১-২০২২ সম্পর্কে জানতে চান তাহলে নিম্নে দেওয়া সকল বিস্তারিত ভালো ভাবে পড়ুন।
ঢাবি 7 কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2021-22
আবেদনের তথ্য সমূহঃ
আবেদন শুরু: ১৫ জুলাই ২০২২
আবেদনের সমাপ্তি: ৩১ জুলাই ২০২২
পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে
আবেদন লিংক : 7collegedu.com
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরভুক্ত সরকারি ৭টি কলেজের নামঃ
১) ঢাকা কলেজ
২) কবি নজরুল সরকারি কলেজ
৩) ইডেন মহিলা কলেজ
৪) বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ
৫) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৬) সরকারি বাঙলা কলেজ এবং
৭) সরকারি তিতুমীর কলেজ
আবেদনের যোগ্যতাঃ
আবেদন করতে হলে আপনাদের তিনটি ইউনিটে নির্ধারিত যোগ্যতাই ভর্তি হতে হবে। ভর্তির ইউনিট ও যোগ্যতা নিয়ে সুন্দর ভাবে আলোচনা করা হল,
ক ইউনিট – ভর্তি হতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ-৭ হতে হবে।
খ ইউনিট– ভর্তি হতে হলে আপনাকে কলা ও সমাজবিজ্ঞান এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ-৬ হতে হবে।
গ ইউনিট– ভর্তি হতে হলে আপনাকে ব্যবসায় শিক্ষা এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ-৬.৫ হতে হবে।
বিদ্রঃ ১২০ মার্ক এর পরীক্ষা হবে।এবং ৮০ মার্ক থাকবে এসএসসি,ও এইচএসসির জিপিএর উপর।
৭ কলেজ ভর্তি সার্কুলার
৭ কলেজ ভর্তি আবেদনঃ সর্বপ্রথম প্রার্থীকে ঢাবি ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 7collegedu.com এ প্রবেশ করতে হবে । আবেদন বাটনে ক্লিক করতে হবে এবং ‘আবেদন এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে ওকে করতে হবে। পরবর্তী পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।
আবেদনকারী বা শিক্ষার্থী অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে নিতে পারবে। প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নে তথ্যঃ লিখিত ও MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার মোট ১২০ মার্ক এর পরীক্ষা নেওয়া হবে। আপনাকে এখানে ভর্তি হতে হলে পাশ নম্বর ৪৮ পেতে হবে।
আবশ্যক বিষয়ঃ
বাংলা (আবশ্যক)
ইংরেজি (আবশ্যক)
ব্যবসায় বিভাগঃ
হিসাববিজ্ঞান
ব্যবসায় শিক্ষা
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং
মানবিক বিভাগঃ
সাধারণ জ্ঞান
বিদ্রঃ সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।
বিজ্ঞান বিভাগঃ
ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ৩০।
৭ কলেজ ভর্তি তথ্য ২০২১-২০২২
০১)এখানে এক বিভাগ থেকে অন্য বিভাগে পরীক্ষা দেয়া যায়। আপনি সাইন্স ও কমার্সে শিক্ষার্থীরা আর্টসে পরীক্ষা দিতে পারবেন।
০২) সকল পরীক্ষা একদিনে হবে না, আলাদা আলাদা হবে। ৩ ইউনিট এর পরীক্ষা ৩ দিনে হবে।
০৩) আপনি এক বার পরীক্ষা না দিলে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে।
০৪) যারা কারা পরীক্ষা দিতে পারবে, তারা হল ২০২১ সালে HSC পাশ করেছে তারা দিতে পারবে। তবে কেউ যদি ২০১৭ সালে SSC পাশ করে, ২০১৯ তে HSC তে ফেইল করে এবং ২০২১ সালে HSC পাশ করে তাহলে তারাও পরীক্ষা দিতে পারবে।
০৫) আপনি যদি গত বছর অন্য কোথাও পরীক্ষা দেন বা না দেন সেকেন্ড টাইম ৭ কলেজে পরীক্ষা দিতে পারবে।
০৬) অধিভুক্ত কলেজের সার্টিফিকেট দিবে ঢাবি থেকে।
০৭) কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বেঃ এই পরীক্ষা সীট পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়।
৭ কলেজ ভর্তি নির্দেশিকা ২০২১-২০২২,৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন,৭ কলেজ ভর্তি যোগ্যতা,৭ কলেজে অনার্স ভর্তি,৭ কলেজ ভর্তি আবেদন,৭ কলেজে ভর্তি হতে কত টাকা লাগে,৭ কলেজে ভর্তি হতে কি কি লাগে,৭ কলেজ ভর্তি তথ্য ২০২১-২০২২,ঢাকা ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২,৭ কলেজ ভর্তি পরীক্ষা,৭ কলেজ ভর্তি বাতিল,৭ কলেজে মাস্টার্স ভর্তি, ৭ কলেজে মাস্টার্স ভর্তির যোগ্যতা,সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,৭ কলেজ ভর্তি সার্কুলার,সাত কলেজ ভর্তি,7 কলেজ ভর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরভুক্ত সরকারি সাত কলেজ, ঢাবি আন্তরভুক্ত সরকারি সাত কলেজ,