আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার কুড়িল এলাকায় অবস্থিান। বাংলাদেশের এই স্বনাম ধন্য বিশবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।এখানে স্প্রিং সেমিস্টার ২০১৯-২০২০ এর হিসাব অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে ১৮,০০০(প্রায়) ছাত্র/ছাত্রী পড়াশোনা করছেন। এটির ক্যাম্পাস দেশের সবথেকে সুন্দর হিসেবে ধরা হয় । এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাইভেট ইউনিভার্সিটি । প্রধানত প্রকৌশল ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৪টি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়।
অনেক শিক্ষার্থী AIUB ভর্তির তথ্য ও এখানে EEE বিষয়ে স্নাতক পড়াশুনা করতে খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাদের জন্য আমাদের এই অনুচ্ছেদটি সাজানো হয়েছে।
Aiub তে eee পড়ার খরচ
- টিউশন ফি – ৬০০০
- ভর্তি খরচ- ২৫,০০০ একবার ভর্তির সময়
- বার্ষিক ছাত্র কার্যকলাপ ফি (শুধুমাত্র UG)- ২৪০০০ প্রতি বছরে
- বার্ষিক চার্জ (শুধুমাত্র পিজি)- ৭৫০০ প্রতি বছরে
- যাচাইকরণ ফি- ২০০০ একবার ভর্তির সময়
- বিবিধ ফি (প্রতি সেমিস্টার)- ৩৫০০ প্রতি সেমিস্টারে
- কম্পিউটার/ ল্যাংগুয়েজ ল্যাব ফি- ২৫০০ পাঠ্যক্রম অনুযায়ী প্রযোজ্য
- সায়েন্স ল্যাব ফি- ২০০০পাঠ্যক্রম অনুযায়ী প্রযোজ্য
- স্টুডিও ফি- ২০০০ পাঠ্যক্রম অনুযায়ী প্রযোজ্য
- ভর্তির সময় ১৫ ক্রেডিট নিলে আরও ৩ ক্রেডিটের ফি ১৫,০০০ টাকা বাড়তে তখন হবে Engineering এর জন্য ১,২৫,০০০ টাকা ।
- একটা সাবজেক্ট এ ৩ টা / ৪ টা ক্রেডিট এ ভাগ করা হয় । সাধারণত ল্যাব থাকলে ৪ ক্রেডিট এর কোর্স হয় ।
Aiub তে ভর্তির যোগ্যতা
আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ইঞ্জিনিয়ারিং এর জন্য
- সর্বনিম্ন জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হয়। উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হয়।
- ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
- গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
- GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
- উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.৫০ থাকতে হয়।
বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ সায়েন্স/ আর্কিটেকচার এর জন্য
- ন্যূনতম জিপিএ ২.৭৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হয়। সায়েন্স ও আর্কিটেকচার এর জন্য উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হয়।
- ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
- গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
- GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
- উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.০০ থাকতে হয়।