AIUB তে ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ (সকল বিষয়-এআইইউবি)

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইংরেজি: American International University-Bangladesh। বেসরকারী পর্যায়ের অন্যতম বিশ্ববিদ্যালয় এআইইউবি (AIUB) ৪ টি ফ্যাকাল্টির অধীনে ২৯টি ডিপার্টমেন্ট নিয়ে কার্যক্রম শুরু করে। এআইইউবি (AIUB) এর ৭টি ক্যাম্পাস রয়েছে। তবে নিজস্ব কোন ক্যাম্পাস নেই। সবগুলো ক্যাম্পাসেই কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকাতে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য এআইইউবি (AIUB)-তে ‘ডে’ ও ‘ইভিনিং’ দুটি শিফটের ব্যবস্থা রয়েছে। ডে শিফটে অনার্সের ক্লাস, মাস্টার্সের ক্লাস ‘ডে’ ও ‘ইভিনিং’ উভয় শিফটে নেয়া হয়।  এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়টি ঢাকার কুড়িলে (কুড়াতলী রোড) অবস্থিত। প্রায় ৩০ একর জমির উপরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। প্রায় ১,৩০০,০০০ বর্গফুট এলাকা জুড়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন রয়েছে। বিভিন্ন ভবনে বিভিন্ন অণুষদ ও বিভিন্ন বিভাগ অবস্থিত।

AIUB তে ভর্তির যোগ্যতা

অনেক শিক্ষার্থী AIUB তে ভর্তি হতে আগ্রহী, আপনাদের সুবিধার জন্য এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। সকল তথ্য জানতে আমাদের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন।

আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং এর জন্য
  • সর্বনিম্ন জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হয়। উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হয়।
  • ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং  ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
  • গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
  • GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
  • উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.৫০ থাকতে হয়।
বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ সায়েন্স/ আর্কিটেকচার এর জন্য
  • ন্যূনতম জিপিএ ২.৭৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হয়। সায়েন্স ও আর্কিটেকচার এর জন্য উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হয়।
  • ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং  ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
  • গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
  • GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
  • উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.০০ থাকতে হয়।

AIUB তে পড়ার খরচ

AIUB বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়ে লেখা পড়ার খরচ বেশি হয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য AIUB তে পড়ার খরচ সম্পর্কে সকল তথ্য নিচে তুলে ধরব।

  • ভর্তির সময় এককালীন খরচ
    ভর্তি ফি — 25,000/= টিউশন/ক্রেডিট-আওয়ার — 5000/=
    ছাত্র কার্যকলাপ (বার্ষিক) — 9000/= –
    ল্যাবরেটরি (কম্পিউটার) – 2500/
  • ব্যবসায় প্রশাসন (বিবিএ)
    4 বছর
    মোট ক্রেডিট – 123টি
    মোট ফি— 729000/-
  • বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)
    4 বছর (8)
    মোট ক্রেডিট – 145
    মোট ফি – 8,52,000
  • ইংরেজিতে বিএ (অনার্স)
    4 বছর
    মোট ক্রেডিট – 120 মোট ফি – 7,12,500 টাকা
  • এলএলবি (সম্মান)
    মোট ক্রেডিট – 130টি
    4 বছর
    মোট ফি – 7,67,500 টাকা
  • স্থাপত্য
    5 বছর
    মোট ক্রেডিট – 198 মোট ফি – 11,45,500 টাকা

American International University Bangladesh (AIUB) Admission Circular 2022

American International University Bangladesh (AIUB) Admission Circular 2022 

One thought on “AIUB তে ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ (সকল বিষয়-এআইইউবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *