AliExpress.com একটি বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইট। এর যাত্রা শুরু হয় ২০১০ সালে । বর্তমানে এটি বিশ্বের একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বা বাজার হয়ে উঠেছে।এটি সাধারণত সেলার এবং বায়ারদের মধ্যে একটি মাধ্যম হিসাবে কাজ করে থাকে। কোন সেলার আলিএক্সপ্রেসে একটি অনলাইন স্টোর খুলে তার পণ্য সারা বিশ্বে বিক্রয় করতে পারে। বিশ্বের প্রায় সব দেশ থেকেই আলিএক্সপ্রেসে শপিং করা যায়।আলিএক্সপ্রেসে হাজার হাজার স্টোরে প্রায় সব ধরণের পণ্যই আপনি পাবেন । আলিবাবা গ্রুপের এই ওয়েবসাইট টি পৃথিবীর প্রায় সব দেশেই জনপ্রিয়।
Aliexpress থেকে কেনাকাটা করার উপায়
AliExpress বাংলাদেশী গ্রাহকদের সরাসরি প্রোডাক্ট পাঠায় তাই বাংলাদেশে এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং কোনও দেরি না করে আসুন আলীএক্সপ্রেস থেকে ক্রয় করুন আপনার পছন্দের প্রোডাক্ট!অনেকেই জানে না কিভাবে আলী এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে হয়।তাদের দেখাবো কিভাবে হ আলী এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে হয়।
১।প্রথমে আলী এক্সপ্রেসের ওয়েবসাইট /এন্ড্রয়েড এপসের মাধ্যমে আলী এক্সপ্রেসের হোম পেজে প্রবেশ করুন।
২।আপনি পেজের বাম দিকে বিভিন্ন রকমের প্রোডাক্ট এর ক্যাটাগরি পাবেন। আপনি ক্যাটাগরিতে যে পন্য বা প্রোডাক্ট আছে সেটা সিলেক্ট করতে পারেন অথবা সার্চ অপশন আছে ।আপনার পছন্দের/দরকারি প্রোডাক্ট টি সার্চ করতে পারেন।
৩।সার্চ করলে আপনার সার্চ করা প্রোডাক্টের সাথে মিল আছে এমন অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন।এর মধ্য থেকে আপনার পছন্দের প্রোডাক্ট টি সিলেক্ট করুন।
৪।আপনার প্রোডাক্ট পছন্দ হলে “Add to Curt” এ ক্লিক করতে পারেন পরবর্তীতে কেনার জন্য অথবা Buy Now তে ক্লিক করবেন তখনই কেনার জন্য।
৫।Buy now তে ক্লিক করলে একটা পেজ আসবে যেখানে আপনার ইনফরমেশন চাবে।সেখানে ইমেইল এড্রেস ,কন্টাক্ট নাম্বার ,দেশের নাম,মোবাইল নাম্বার ।ইনফরমেশন ফরম টি সঠিকভাবে পূরন করেন।
৬।ইনফরমেশন সঠিকভাবে পুরন করা হলে Save and shift to this adress এ ক্লিক করুন।
৭।এরপর প্রোডাক্ট রিভিউ করবেন এবং আপনার ইনফরমেশন দিতে হবে আপনার অর্ডার কনফার্ম করার জন্য।
৮।এরপর আপনার শিপিং এড্রেস টা দিবেন।
৯।অর্থ প্রদানের জন্য আপনাকে এখন আপনার কার্ডের তথ্য পূরণ করতে হবে। আপনাকে এখানে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্য রাখতে হবে। আপনার যদি ভিসা কার্ড না থাকে তবে ‘অন্যান্য অর্থ প্রদানের পদ্ধতি’ বিকল্পটি বেছে নিন। শেষ হয়ে গেলে, ‘সম্পন্ন’ ক্লিক করুন। যাইহোক, আপনি এখানে আপনার পাইওনিয়ার মাস্টারকার্ডও ব্যবহার করতে পারেন।
৯। কার্ডের তথ্য রাখার পরে, আপনার অর্ডার চূড়ান্ত করতে আপনি ‘confirm & pay ’ এ ক্লিক করতে পারেন।
অবশেষে AliExpress এ কেনাকাটা করা মোটেও জটিল নয়। আপনি যদি কখনও AliExpress থেকে কোনও পণ্য চেষ্টা না করে থাকেন তবে এই সাধারণ পদক্ষেপগুলি অনুসরণ করে এখনই চেষ্টা করুন।
আলী এক্সপ্রেস ডটকম,আলী এক্সপ্রেস বাংলাদেশ,aliexpress apk,আলী এক্সপ্রেস থেকে পণ্য কেনা,aliexpress owner,আলী এক্সপ্রেস থেকে কেনাকাটা,aliexpress bangladesh,আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম,Aliexpress থেকে কেনাকাটা করার উপায়,aliexpress bd office,আলি এক্সপ্রেস শপিং,আলি এক্সপ্রেস ট্যাক্স,আলি এক্সপ্রেস পেমেন্ট,আলি এক্সপ্রেস থেকে পন্য হাতে পাওয়া,আলি এক্সপ্রেস থেকে মোবাইল,আলিবাবা এক্সপ্রেস,ali express bd,ali express app,bdnextweb.com,