আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ (পড়ার খরচ,আসন সংখ্যা)

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩, আগামী ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস মেডিকেল ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন-প্রক্রিয়া শুরু হবে। আর্মি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইট afmc.teletalk.com.bd তে প্রকাশ করা হবে ।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজসমূহে ভর্তির আবেদনের সময়সীমা ও অন্যান্য তথ্য

ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শুরুর তারিখ ও সময়ঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১০:০০ ঘটিকা।
ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শেষের তারিখ ও সময়ঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৬:০০ ঘটিকা।
আবেদন ফিঃ ১,০০০/- (এক হাজার টাকা) অফেরতযােগ্য।
ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩
লিখিত ভর্তি পরীক্ষাঃ ১১ মার্চ ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির যােগ্যতা

  1. এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০২১/২০২২ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে মােট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে।
  2. এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০২১/২০২২ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মােট জিপিএ ৯.০০ থাকতে হবে।
  3. শুধুমাত্র উপজাতীয় কোটাভূক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যােগফল ন্যুনতম ৮.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযােগ্য হবে।
  4. সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।
  5. ২০১৮ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির শারিরীক যােগ্যতা

এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ
পুরুষ

  1. উচ্চতা (ন্যূনতম): ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি)
  2. ওজন ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড)।
  3. বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) সম্প্রসারিত৮১ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
  4. দৃষ্টি শক্তিঃ ৬/৬
  5. শ্রবণ শক্তি: গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে

এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ মহিলা

  1. উচ্চতা (ন্যূনতম): ১.৫৭ মিঃ (৫ ফুট ২ ইঞ্চি)
  2. ওজন: ৪০.৯০ কেজি (৯০ পাউন্ড)
  3. বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-৭১ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) সম্প্রসারিত -৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)
  4. দৃষ্টি শক্তিঃ ৬/৬
  5.  শ্রবণ শক্তি: গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে

কেন্দ্র নির্বাচন ও ফি প্রদান প্রক্রিয়াঃ

  • পরীক্ষা ফি ১,০০০/- (এক হাজার মাত্র) টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য সকল কাজ অন্য যে কোন মােবাইল থেকে করা যাবে।
  • পরীক্ষা ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটকের Prepaid মােবাইল ফোনের Message অপশনে গিয়ে.AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ?
    AFMC<Space>ABCDEF (এখানে ABCDEF ফরম পূরণ করার পর পাওয়া User ID)। ফিরতি SMS-এ একটি PIN প্রার্থীকে জানানাে হবে এবং ফিস হিসাবে ১০০০/= কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।
  • সম্মতি দেয়ার জন্য নিম্নলিখিত ভাবে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবেঃ Message অপশনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।
  • উদাহরনঃ AFMC<Space>YES<Space>PIN<Space>11,12 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে ১১ ও ১২ যথাক্রমে ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস পরীক্ষা কেন্দ্র। এই SMS পাবার পর আবেদনপত্র চূড়ান্ত ভাবে গৃহীত হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সার্কুলার


আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি তথ্য,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আসন সংখ্যা,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি ২০২২-২৩,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ার খরচ,সরকারি ইউনানী মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আসন সংখ্যা,এনাম মেডিকেল কলেজ খরচ,আর্মড ফোর্সেস নার্সিং কলেজ ভর্তি ২০২২-২৩,আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *