ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে, তথ্য প্রযুক্তির এই দিনে বাংলাদেশে উচ্চশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০১ সালে ব্র্যাক ইউনিভার্সিটি (Brac University) প্রতিষ্ঠিত হয়।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ফজলে হাসান আবেদ। মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার সুনিবিড় পরিবেশ গড়ে তুলে ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়টি ব্যাপক সুনাম অর্জন করেছে। দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম, গবেষণার যথাযোগ্য পরিবেশ, সমৃদ্ধ লাইব্রেরি, ব্যতিক্রমী নানা কার্যক্রম এখানকার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের স্বাতন্ত্র্য তথা ভিন্নতা এনে দিয়েছে।
এটি মহাখালী এলাকায় অবস্থিত।এই বিশ্ববিদ্যালয়ের ২টি ক্যাম্পাস রয়েছে। এতে ৪টি ডিপার্টমেন্টের অধীনে ১৭টি বিষয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুটি শিফট রয়েছে। অনার্সের ক্লাসসমূহ ‘ডে’ শিফটে হয় এবং মাস্টার্সের ক্লাসসমূহ ‘ডে’ এবং ‘ইভিনিং’ উভয় শিফটে হয়ে থাকে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২

স্টুডেন্টদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার অনেক আগ্রহ রয়েছে তাই এই অনুচ্ছেদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়  এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো। প্রতি বছরের ন্যায় এ বছরও BRAC University আবেদনের কিছু সিমাবদ্ধ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারণ করেছেন BRAC University ভর্তি কমিটি। BRAC University ভর্তির নুন্যতম যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ (ঐচ্ছিক বিষয়সহ) থাকতে হবে।
  • গ্রেডিং স্কেল (এ=৫, বি=৪, সি=৩ এবং ডি=২) হিসেবে ও-লেভেলে ৫টি বিষয় এবং এ–লেভেলে ২টি বিষয়সহ আলাদাভাবে সর্বনিম্ন জিপিএ–২.৫ থাকতে হবে। কোনো বিষয়ে ‘ই’ গ্রেড গ্রহণযোগ্য নয়।
  • কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ বছর শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
  • আইবি-ডিপির শিক্ষার্থীরা ডিপিতে ন্যূনতম ২৪ স্কোর পেলে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবেন।
  • বাংলাদেশের বাইরে পড়া শিক্ষার্থীদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক নথিপত্রের যাচাই করা বা সত্যায়িত কপি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সমমানের সনদ জমা দিতে হবে।

ফার্মেসি বিভাগে ভর্তির যোগ্যতা 

  • ফার্মেসি Department এ আবেদন করতে হবে একজন প্রার্থীকে SSC/ “O” Level বা সমমান পরীক্ষায় এবং HSC/ “A” Level বা সমমান পরীক্ষায় Minimum GPA- 7.00 থাকতে হবে ( মোট 10 এর স্কেলে)
  • ফার্মেসি Department এ আবেদনকৃত শিক্ষার্থীদের অবশ্যই SSC/ “O” Level বা  সমমান পরীক্ষায় এব HSC/ “A” Level বা বিজ্ঞান Group  সমমান স্বীকৃত পরীক্ষায় Minimum GPA- ৩.০০ থাকতে হবে ( মোট ৫ এর স্কেলে)
  • আবেদনকৃত প্রার্থীকে অবশ্যই HSC/ “A” Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে Minimum GPA- 3.00 এবং গনিত বিষয়ে সর্বনিম্ন GPA-2.00  অর্জন করতে হবে ( Out of 5.00)।
  • প্রার্থীকে  অবশ্যই HSC/”A” Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় চলতি বছর বা তার আগের বছর পাস করতে হবে। অর্থাৎ BRAC বিশ্ববিদ্যালয়ে 2nd timer দের ভর্তি  হওয়ার সুযোগ থাকছে।
  • বিদেশী শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১২ টি শিক্ষাবর্ষ অতিক্রম করতে হবে এবং HSC/ “A” Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উপরে উল্লিখিত  আবেদন যোগ্যতা গুলো পূরণ করতে হবে।
  •  আবেদনকৃত প্রার্থীকে  HSC/ “A” Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় – পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এই চার টি বিষয় থাকতে হবে।  অন্যথায় আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
  • যদি কোন শিক্ষার্থীর HSC/ “A” Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উচ্চতর গনিত বিষয়টি না থাকে তবে ঐ শিক্ষার্থীকে ভর্তি করা যাবে। কিন্তু তাকে ভর্তি হবার পর অতিরিক্ত 3 credits দিয়ে উচ্চতর গনিতের জন্য আলাদা একটি Course করতে হবে।
  • প্রার্থীদের মূল্যায়ন করা হবে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

অনেক শিক্ষার্থী ব্রাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সে সকল ছাত্রছাত্রীদের মধ্যে এই সকল যোগ্যতা থাকলে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করতে পারবেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট বিষয়ে ভর্তির যোগ্যতা আছে কি না, কিংবা ইংরেজি ও গণিতে বাড়তি যত্নের প্রয়োজন আছে কি না, তা যাচাই করতে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *