ঢাকা স্কুল অফ ব্রডকাস্ট জার্নালিজম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা স্কুল অফ ব্রডকাস্ট জার্নালিজম প্রতিষ্ঠানে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম প্রতিষ্ঠান যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠান। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম ডিগ্রি দিয়ে থাকে এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাফিলিয়েশনে পরিচালিত ১ (এক) বছর মেয়াদি এ কোর্সটি ইলেকট্রনিক গণমাধ্যম বিষয়ে পেশাগত উন্নয়নে সাহায্য করবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা স্কুল অব ব্রডকাস্ট
জার্নালিজম ২০২২-২৩ শিক্ষাবর্ষে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম কোর্সের ৭ম ব্যাচ, ১ম
সেমিস্টারে ভর্তি চলছে। গণমাধ্যমের সাথে সম্পৃক্ত দেশবরেণ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস নিয়ে চলেছেন।

পাঠ্যক্রমের অত্যাবশ্যক বিষয়াবলীঃ 

সার্টিফিকেটের নামপোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম
কোর্সের সময়সীমা৬ মাস মেয়াদি ২ সেমিস্টার
ক্রেডিট সংখ্যা৩২
মডিউল১০ টি
ইন্টার্নশিপ১ মাস মেয়াদি
ক্লাসের সময়সপ্তাহে ২ (দুই) দিন (শুক্রবার ও শনিবার)
কোর্স ফি৫০,০০০/- টাকা
পরিবেশশীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ শ্রেণিকক্ষ

আবেদনের যোগ্যতাঃ

স্নাতক বা সমমান পরীক্ষায় সিজিপিএ ২.৫/৪ স্কেল, ৩.২৫/৫ স্কেল অথবা ২য় বিভাগে পাস করা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও সময়ঃ 

বাংলা, ইংরেজি, গণমাধ্যম ব্যবস্থাপনা এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ১ (একট ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।

অনলাইন আবেদন প্রক্রিয়াঃ 

সরাসরি অথবা অনলাইনে আবেদন করা যাবে।www.nimc.gov.bd ওয়েবসাইটের মূল পাতায় অনলাইন সেবা অপশনের অধীন অনলাইনে আবেদন ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনকারীগণ ২০০/-(দুইশত) টাকা, লিখিত পরীক্ষার আগে ইনস্টিটিউটের হিসাব শাখায় জমা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সরাসরি আবেদন প্রক্রিয়াঃ 

অফিস চলাকালীন (সরকারি ছুটির দিন ব্যতীত) ২০০/- (দুইশত) টাকা ফি দিয়ে কক্ষ নং ৩১৮ (হিসাব শাখা)
থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পরণপূর্বক জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের
সত্যায়িত কপি ও ২ কপি সত্যায়িত রঙিন ছবিসহ সরাসরি অথবা ডাকযোগে নির্ধরিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদিঃ 

আসন সংখ্যা২০ জন
আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ২৫ আগস্ট ২০২২
অনলাইনে জমাদানের শেষ তারিখ২৭ আগস্ট ২০২২
ভর্তি পরীক্ষা২৯ আগস্ট ২০২২
সময়সকাল ১১ টা
ফলাফল৩০ আগস্ট ২০২২
ভর্তির সময়সূচী০৬ সেপ্টেম্বর ২০২২
ক্লাস শুরুর তারিখ১১ সেপ্টেম্বর ২০২২
ওয়েব সাইটwww.nimc.gov.bd
আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে একটিভ থাকুন

 

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *