বাংলাদশে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তিন বছর মেয়াদী মিডওয়াইফারি ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ন্যূনতম যোগ্যতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি নোটিশ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ও এবং ডিপ্লোমা নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি dgnm.gov.bd ও dgnm.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
- আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
- বয়স অনূর্ধ্ব ২২বছর।
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৯ অথবা ২০২০ ইংরেজি সালে উত্তীর্ণ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৭ অথবা ২০১৮ ইংরেজি সালে উত্তীর্ণ হতে হবে।
ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি & ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯ নিম্নে দেখুন;-
১) অসমাপ্ত আত্নজীবনী কার লেখা? : শেখ মুজিবুর।
২) আয়রনের অভাবে কোন রোগ হয়? : অ্যানিমিয়া।
৩) আয়োডিনের অভাবে কোন রোগ হয়? : গলগন্ড।
৩) মা ও শিশু কিসের প্রতিক? : সূর্যের হাসি।
৪) মানুষের স্বাভাবিক রক্তচাপ : ১২০/৮০ মিলিমিটার মার্কারি
৫) রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে? : ভিটামিন A
৬) রক্ত লাল হয় কেনো? : হিমোগ্লোবিন।
৭) HIV ছড়ায় কীসের মাধ্যমে? ভাইরাস।
৮) ডেঙ্গু জ্বর হয় কোনটির কারনে? : মশা।
৯) লেবুতে কোন এসিড থাকে? : সাইট্রিক এসিড।
১০) কতটি লোকের জন্য একটি করে ক্লিনিক? : ৬০০০ হাজারে
১১) মাতৃত্বকালীন ছুটি কয় মাস? : ৬ মাস।
১২) কোনটির অভাবে ডায়াবেটিস হয়? : ইনসুলিন।
১৩) মানবদেহে অস্থি কতটি? : ২০৬ টি।
১৪) লবনের সংকেত কি? : NaCl (সোডিয়াম ক্লোরাইড)
১৫) দুধ থেকে দই হয় কোনটির জন্য? : ব্যাকটেরিয়া।
১৬) কেন প্রতিষ্ঠান খাবার স্যালাইন অাবিষ্কার করেন? : ICDDRB
১৭) ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা? : ৯৮.৪.
১৮) বাংলা স্বরবর্ণ কতটি? : ১১ টি।
১৯) নিচের কোনটি সঠিক বানান? : আপাদমস্তক।
২০) নিচের কোনটি সঠিক বানান? : শরৎ।
২১) বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ? : বিদ্যা+আলয়।
২২) কোনটি বাক্যের মৌলিক উপাদান? : শব্দ।
২৩) বিষাদ সিন্ধু কার লেখা? : মীর মোশাররফ।
২৪) ব্যাঙের সর্দি বাগধারার অর্থ? : অসম্ভব ঘটনা।
২৫) কৈ মাছের প্রাণ বাগধারার অর্থ? : দীর্ঘজীবি।
২৬) বন্ধুর বিপরীত শব্দ? : মসৃণ।
২৭) কে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ? : বেগম রোকেয়া।
২৮) অপলাপ শব্দের অর্থ? : অস্বীকার।
২৯) অলীক শব্দের বিপরীত শব্দ? : বাস্তব।
৩০) “আবার আসিব ফিরে” কবিতার লেখক? : জীবনানন্দ দাস।
৩১) “অন্ধজন দেহে অালো” এখানে অন্ধজন কোন কারকে কোন বিভক্তি? : সম্প্রদানে ৭মী
৩২) কোনটি মনের ভাব প্রকাশের মাধ্যম? : ভাষা।
৩৩) বিজয় দিবস এর ইংরেজি? : Victory Day.
৩৪) জাতীয় সংগীত এর ইংরেজি? : National Anthem.
৩৫) জাতীয় সংগীতের লেখক কে? : রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৬) ভ্যাক্সিন হিরো কে? : শেখ হাসিনা।
৩৭) রোহিঙ্গাদের স্থানান্তর কোথায়? : ভাসানচর।
৩৮) ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কে?
: সৌরভ গাঙ্গুলি।
৩৯) কেন্দ্রিয় শহিদ মিনারের স্থপতি কে? : হামিদুর রহমান।
৪০) অসমাপ্ত আত্নজীবনী বইয়ের লেখক? : শেখ মুজিবুর রহমান।
৪১) কোনটি বাংলাদেশের জাতীয় খেলা? : কাবাডি।
৪২) ২১ ফেব্রুয়ারি বাংলায়? : ৮ ফাল্গুন।
৪৩) বঙ্গবন্ধুর জন্মদিনে কোন দিবস? : শিশু দিবস।
৪৪) রাষ্ট্রপতি পদের বয়স কত? : ৩৫ বছর।
৪৫) সাপ কোন অঙ্গ দিয়ে শুনতে পায়? : জিহবা দিয়ে।
৪৬) কোথায় প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? : মুজিবনগর।
৪৭) মুজিবনগর কোথায় অবস্থিত? : মেহেরপুর
৪৮) gentle এর antonym কি? : rude
৪৯) Genocide means? : Mass killing
৫০) What time is it__your watch. শুন্যস্থানে? : by
ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক ২০২১
৫১) Psychology
৫২) It_ _ _since 2 pm.শুন্যস্থানে? : has been raining.
৫৩) সে ফল খায় এর ইংরেজি? : He eats fruits.
৫৪) I always support him এর negative form? : I am never against him.
৫৫) He leave the station __2 pm,শুন্যস্থানে? : at
৫৬) My brother has no interest __music.শুন্যস্থানে? : in
৫৭) Between
৫৮) বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলা হয়? : ব্যাস।
৫৯) ২০ জন শিক্ষার্থীর বয়সের গড় ১০ বছর এবং শিক্ষকসহ গড় বয়স ১২ হলে শিক্ষকের বয়স? : ৫২ বছর
৬০) ৫% সুদে ১০ বছরে ১০০০ টাকার সুদআসল কত?: ১৫০০ টাকা।
৬১) ৭০ ডিগ্রির সম্পুরক কোণ : ২০ ডিগ্রি। (৯০-৭০=২০)
৬২) ত্রিভুজের অপর বাহু : ২০ ডিগ্রি।
৬৩) ৩৬ টাকা ক্রয়ে ২৫% লাভে বিক্রয় : ৪৫ টাকা।
৬৪) মা ও শিশু স্বাস্হ্য সেবা সংস্হা কোনটি? : সূর্যের হাসি।
৬৫) বাংলাদেশের স্যাটেলাইটের নাম? : বঙ্গবন্ধু-১
৬৫) প্রতি বছর এক লক্ষ শিশু মারা যেত কত জন মা মারা যান? : ৩৫০ জন
৬৬) পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? : রূপপুর।
৬৭) কোন গোষ্ঠী বাংলাদেশে বেশি বসবাস করে? : চাকমা
৬৮) একটা সুস্হ ব্যক্তির পালস মিনিটে কত? : ৭২
৬৯) মানুষের গড় অায়ু কত বছর? : ৭১.২
৭০) কোন খাদ্য পাকস্থলীতে বেশিক্ষন থাকে? : স্নেহ
৭১) কোনটির সাথে পরিপাকতন্ত্রের সম্পর্ক নাই? : বৃক্ক
৭২) সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ? : AB
৭৩) উত্তম এর সমার্থক শব্দ কি? : প্রধান
৭৪) একাত্তরের দিনগুলো এর রচয়িতা কে? : জাহানারা ইমাম
৭৫) বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ? : বন:+পতি
৭৬) কোন ধাতুতে অাগাত করতে শব্দ হয়না? : এন্টিনোমি(Sn)
৭৭) মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? : স্নায়ুতন্ত্র।
৭৮) মানুষের বৃক্ক কতটি? : ২
৭৯) শহীদ বুদ্ধিজীবী দিবস? : ১৪ ডিসেম্বর
৮০) ১ km কত মাইল? : ১.৬
৮১) Open The Door এর Passive? : Let the door be Opened
৮২.) জায়া ও পতি ব্যাসবাক্য? : দম্পতি
৮৩) পিত্তরস নিসৃত হয় কোন গ্রন্থি থেকে? : যকৃত
৮৪) সে স্কুলে যায় না বললেই চলে, ইংরেজি? : He hardly goes to school
৮৫) কোনটি Common Gender? : Child
৮৬) Easy এর Supperlative Form? : easiest
৮৭) If,a^2+b^2=7 & ab=10 then,(a+b)^2=?: 27 [(a+b)^2=a^2+b^2+2ab]
৮৮)
৮৯) মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? : চার
৯০) বাংলাদেশ কেমন অায়ের দেশ? : নিম্ম মধ্য অায়ের দেশ
৯১) কে ২০১৯ সালে হিরো পুরষ্কার পায়? : শেখ হাসিনা
৯২) If,Y-7=12 Then Y+19=? : 38 (y=12+7=19)
৯৩) কষ্টিকসোডায় কোন উপাদান
থাকে? : সোডিয়াম(NaOh)
৯৪) মানুষের ক্রোমোজম কতটি : ৪৬ টি (২৩ জোড়া)
৯৫) বাংলা সনের প্রবর্তক? : সম্রাট অাকবর
৯৬) মানবদেহে গঠনে উৎপাদন বেশি প্রয়োজন কি? : আমিষ।
৯৭) a^m*a^n=? : a^m+n
৯৮) এইডস কি?
৯৯) পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? : কাম্পাই।
১০০)
নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক PDf Download
পিডিএফ বইটি আপনারা পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবেই বইটা। বই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কে কমেন্ট এ জানাতে পারেন। এখন Download অপশনে ক্লিক করে বইটি ডাউনলোড করুন। আর নিয়মিত সকল ধরণের প্রশ্নের উত্তর ও ইবুক পিডিএফ আকারে পেতে আমাদের সাইট BDnextweb.com নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
PDf Download ⇔ এখানে ক্লিক করুন