নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি ২০২৩-২০২৪ (মেরিন ক্যাডেট কোর্স সরকারি)

নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ০৯ টি মেরিন একাডেমিতে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি করা হবে । নৌপরিবহন অধিদপ্তরের অধীনে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি ২০২৩-২০২৪ আবেদনের যােগ্যতা

নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তির বয়সসীমাঃ ৩১-১২-২০২৩ ইং তারিখে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)। আবেদনকারীদের যােগ্যতা “বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনলায়ন, নিয়ােগ, কর্মঘন্টা এবং ওয়াকিপিং বিধিমালা, ২০১১ অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে।

নটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেরিন ক্যাডেট শিক্ষাগত যােগ্যতা

  1. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়.বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৫০% নম্বর
  2. অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে
  3.  এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জি,পি,এ-৩.৫০ থাকতে হবে
  4. পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হইয়া.উত্তীর্ণ হতে হবে
  5. ইংরেজী বিষয়ে ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় ৫.৫ স্কোর থাকতে হবে অথবা সমমানের হবে।
  6. ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেড়ে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজীসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেডে 0-Level সপ্রাপ্ত অথবা সমমানের হবে।

আবেদনের নিয়ম ও শর্ত

উচ্চতা : পুরুষ-৫’ ৪” এবং মহিলা-৫” ২”, ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চটি.মােতাবকে হতে হবে (BMI ন্যূনতম ১৭ এবং সবােচ্চ ২৭; যেমন-৫” ৪:.৪৫-৭১ কেজি বা ৫ ৬”: ৪৮-৭৬ কেজি।

দৃষ্টিশক্তিঃ নটিক্যাল ক্যাডেটদের জন্য.৬/৬: ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ঠ নিয়মনীতি/শর্তাদি প্রযােজ্য হবে।

অনলাইন আবেদন পদ্ধতি

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে।

আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্রঃ 

আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র পরবর্তীতে মােবাইলে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৩

মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষন

চূড়ান্তভাবে মনােনীত ক্যাডেটগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন একাডেমীতে ০২ বছর প্রশিক্ষণ শেষে একাডেমী প্রদত্ত প্রি-সী নটিক্যাল সায়েন্স অথবা প্রি সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত হবেন।

মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২৩-২০২৪ সার্কুলার ইমেজ


মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি ২০২২,ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২২,মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি যোগ্যতা ২০২২,মেরিন একাডেমী ভর্তি পরীক্ষার প্রশ্ন,মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২২,মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২২-২০২৩,মেরিন ফিশারিজ একাডেমী ভর্তি,narayanganj marine academy admission 2022,marine engineering admission circular 2022-23,bangladesh institute of marine technology admission 2022,marine fisheries academy admission circular 2022,diploma in marine engineering admission 2022,marine academy admission circular,private marine academy in bangladesh,bangladesh institute of marine technology admission notice

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *