নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বেসরকারি ভাবে বাংলাদেশে শিক্ষার প্রসার করছে।বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।
বর্তমানে শিক্ষা কার্যক্রমের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধিনে ১০ টি বিভাগ রয়েছে। এখানে ব্যবসা প্রশাসন, তড়িৎ ও টেলিযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, স্থাপত্য, ফার্মেসি,আইন, অণুজীববিদ্যা, অর্থনীতি, ইংরেজি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়। অনেক মেধাবী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়।
বাংলাদেশের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভাল একটি র্যাংকে আছে। বাংলাদেশের বেসরকারি এই স্বনাম ধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে। আমাদের এই অনুচ্ছেদটি সাজানো হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২ নিয়ে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২
আপনি যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান তবে অবশ্যই ভর্তি যোগ্যতা সম্পর্কে জানতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে আবেদনকারীর অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। অনেক ছাত্রছাত্রী স্নাতক ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে থাকে। যে সকল শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান তাদের জন্য আমাদের এই অনুচ্ছেদটি সুন্দর করে সাজানো হয়েছে। নিচে সকল তথ্য দেওয়া হল
ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা
- SSC এবং HSC উভয় ক্ষেত্রেই 8.0 এর সম্মিলিত GPA এবং প্রতিটিতে ন্যূনতম GPA 3.5 পেয়ে পাশ করতে হবে।
- GCE O-লেভেল এবং A-লেভেল: ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.5 এর সাথে পাঁচটি বিষয়ে ও-লেভেল এবং দুটি বিষয়ে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.0 সহ A-লেভেল পাশ করলে আবেদন করতে পারবেন।
- O & A-স্তরে শুধুমাত্র একটি ‘E’ গ্রেড গ্রহণযোগ্য।
উপরোক্ত ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছাত্রদের তাদের যোগ্যতা যাচাই করার জন্য ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে।বিদেশী আবেদনকারীদের তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রাথমিক স্ক্রীনিংয়ের জন্য দুজন রেফারির নাম admissions@northsouth.edu-এ পাঠাতে হবে। যাচাইকরণের পরে, ভর্তি অফিস তাদের ভর্তির জন্য তাদের যোগ্যতা সম্পর্কে অবহিত করবে।
North South University Admission Requirements 2022
১। বিএস-এ CSE, EEE, ETE এবং CEE বিষয়ের জন্য
- এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম বি গ্রেড সহ গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতে হবে।
- এ-লেভেলে যথাক্রমে ন্যূনতম সি এবং ই গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা বা O-লেভেলে ন্যূনতম সি গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা এবং আবেদনের যোগ্য হতে হলে A-লেভেলে ন্যূনতম সি গ্রেড সহ গণিত বা পদার্থবিদ্যা থাকতে হবে।
২। ব্যাচেলর অফ আর্কিটেকচার বিষয়ের জন্য
- ব্যাচেলর অফ আর্কিটেকচার প্রোগ্রামে, আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই এইচএসসিতে ন্যূনতম বি গ্রেড বা এ-লেভেলে সি গ্রেড সহ গণিত বা পদার্থবিদ্যা থাকতে হবে।
৩। বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির জন্য
- বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির জন্য, প্রার্থীদের অবশ্যই SSC/HSC বা O/A-লেভেলে B গ্রেড পেয়ে পাশ করতে হবে অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে।
৪। B Pharma প্রফেশনালের জন্য
- আবেদনকারীদের অবশ্যই জীববিজ্ঞান এবং রসায়নে আলাদাভাবে ‘B’ গ্রেড, গণিতে ‘C’ গ্রেড এবং HSC/A-লেভেলে পদার্থবিদ্যায় PASS থাকতে হবে
North South University Admission Requirements 2022 নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করেছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ভর্তি প্রক্রিয়া বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির মতো। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বছরে তিনটি সেশনের মাধ্যমে ভর্তির প্রস্তাব দেয়। বিভিন্ন ইউনিটে বিভিন্ন বিষয়ের জন্য ভর্তি পরীক্ষার পদ্ধতি অফার করে। ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এনএসইউ ভর্তি 2022 এর সঠিক নির্দেশিকা সম্পর্কে জানতে হবে।
I want to admit my daughter in pharmacy. Second timer. Want to know if you have any new guidelines in 2023. My daughter passed both SSC and HSC with GPA 5.
The sale of admission forms has started but I did not get any official guidelines whether second timers can get admission, the matter is sad