নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা তথা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে ভাল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতে চাই। যে সকল শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএ করতে আগ্রহী তাদের জন্য আমাদের এই অনুচ্ছেদটি সাজানো হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মোট ৪ টি অনুষদে মোট ১০ টি বিভাগ রয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
৪ চার বছর মেয়াদী স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বিবিএ ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে , ফরম টি পূরণ করে জমা দিতে হবে। বিবিএ পড়ার খরচ সহ সকল তথ্য নিচে দেওয়া হল
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তির যোগ্যতা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হতে চাইলে শিক্ষার্থীকে কিছু যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে আবেদন করতে পারবেন না। বিবিএ ভর্তির যোগ্যতা নিচে দেওয়া হলঃ
শিক্ষাগত যোগ্যতা:
- SSC এবং HSC উভয় ক্ষেত্রেই 8.0 এর সম্মিলিত GPA এবং প্রতিটিতে ন্যূনতম GPA 3.5 থাকতে হবে ।
- O-লেভেল এবং A-লেভেল: ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.5 এর সাথে পাঁচটি বিষয়ে ও-লেভেল এবং দুটি বিষয়ে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.0 সহ A-লেভেল।
উপরোক্ত ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছাত্রদের তাদের যোগ্যতা যাচাই করার জন্য ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার খরচ
ছাত্রদের অবশ্যই তাদের সেমিস্টার টিউশনের মোট পরিমাণ এবং অন্যান্য ফি দিতে হবে যেদিন তারা নিবন্ধন করবে। একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত অর্থপ্রদানের শেষ তারিখের পরে তাদের ফি প্রদানকারী শিক্ষার্থীদের জন্য একটি দেরী নিবন্ধন ফি মূল্যায়ন করা হয়।একজন শিক্ষার্থীর নিয়মিত মূল্যায়নকৃত টিউশন এবং অন্যান্য ফি যথাসময়ে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। নিচে বিস্তারিত খরচ দেওয়া হল
- ভর্তি ফি ২৫০০০/-
- প্রতি শিক্ষার্থীকে ১০০০০/- ভর্তির সময় জামানত অর্থ (ফেরতযোগ্য) হিসাবে দিতে হবে।
- বিবিএ প্রত্যেক ক্রেডিট এ ৬৫০০/- টাকা জমা দিতে হবে।
যে সকল ছাত্রছাত্রী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হতে চান তাদের জন্য বিবিএ ভর্তির তথ্য ও খরচ সমূহ আলোচনা করেছি। আমাদের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়লে বিবিএ এর সকল তথ্য জানতে পারবেন।