নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ার খরচ কত? ভর্তি বিজ্ঞপ্তি,যোগ্যতাসহ সকল তথ্য

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি পর্যায়ের  প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এসিবিএসপি থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উচ্চশিক্ষার শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসেবে জায়গা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নীতিনির্ধারণ এবং অনুমোদনের সংস্থা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক করতে পারবেন। আমাদের অনুচ্ছেদটি সাজানো হয়েছে বাংলাদেশে সর্ব প্রথম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ার বিস্তারিত সকল তথ্য। ইংরেজি বিষয়ে পড়ার খরচ, ভর্তি হতে কি কি যোগ্যতা প্রয়োজন সকল বিষয় তথ্য জানতে আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ার যোগ্যতা

বর্তমান সময়ে ইংরেজির গুরুত্ব সম্পর্কে সবাই অবগত। যে কোন চাকরীর ক্ষেত্রে ইংরেজি জানলে একটু বেশি অগ্রধিকার পাওয়া যায়। যে সকল ছাত্রছাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তি হতে চান তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বেঁছে নিতে পারেন। বাংলাদেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ে অন্তজার্তিক মান অনুসারে সকল বিষয় গুলিতে  গুরুত্ব দেওয়া হয়। আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তি হতে চাইলে যে সকল যোগ্যতা লাগবে নিচে বিস্তারিত আলোচান করা হল

  • SSC এবং HSC উভয় ক্ষেত্রেই 8.0 এর সম্মিলিত GPA এবং প্রতিটিতে ন্যূনতম GPA 3.5 পেয়ে পাশ করতে হবে।
  • GCE O-লেভেল এবং A-লেভেল: ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.5 এর সাথে পাঁচটি বিষয়ে ও-লেভেল এবং দুটি বিষয়ে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট 2.0 সহ A-লেভেল পাশ করতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ার খরচ

সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ অনেক বেশি হয়ে থাকে। যে সকল শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করতে আগ্রহী তারা খরচের বিষয়টা আগে আমাদের এখান থেকে ভাল করে দেখে নিতে পারেন। ইংরেজিতে স্নাতক করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আনুমানিক একটি খরচের দিক আপানদের সুবিধার জন্য তুলে ধরেছি।

ভর্তি সময় মোট লাগে ২৫০০০ +১০০০০+১০০০= ৩৬০০০ টাকা। মোট বিশ্ববিদ্যালয় খরচ আসে = ৮৪৫০০০ + ১১৪০০০ + ৩৬০০০ = ৯৯৫০০০ টাকা।

অ-ফেরতযোগ্য ভর্তি ফি একটি ভর্তি পরীক্ষার পরে এবং নিবন্ধন শুরু হওয়ার আগে ভর্তিকৃত আবেদনকারীদের জন্য মূল্যায়ন করা হয়। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি ফি পরিশোধ না করা হলে একজন আবেদনকারী ভর্তির অধিকার হারায়। NSU রেজিস্ট্রার অফিসে পোস্ট করা নোটিশের মাধ্যমে আবেদনকারীদের এই ধরনের নির্ধারিত তারিখ সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিটি সেমিস্টারের শুরুতে রেজিস্ট্রেশনের জন্য টিউশন বকেয়া হয় এবং শিক্ষার্থীর একাডেমিক স্তর (স্নাতক বা স্নাতক) এবং ছাত্র রেজিস্ট্রেশন করা ক্রেডিট সংখ্যার উপর ভিত্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *