ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচি ও ফিকচার (বাংলাদেশ)

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতে শুরু হচ্ছে ০৫ অক্টোবর ২০২৩ তারিখ। ইংল্যান্ড তাদের ২০১৯ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর কে পরবে এবারের বিশ্বকাপ মুকুট? নানান জল্পনা কল্পনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩।

৫০ অভারের একদিনের খেলার ১৪ তম আসর বসছে ০৫ অক্টোবর ২০২৩ তারিখে হতে। ১২ নভেম্বর রবিবার পর্যন্ত প্রতিদিন গ্রুপ পর্বের ম্যাচ হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর এবং ১৬  নভেম্বর, যেখানে ফাইনাল অনুষ্ঠিত হবে তিন দিন পর ১৯ নভেম্বর।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ম্যাচ সকাল ৯.৩০ মিনিটেও দুপুর ২ টাতে শুরু হবে। ICC ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর টিম যথাক্রমে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফিকচার

ক্রিকেট বিশ্বকাপ 2023 ভেন্যু

নরেন্দ্র মোদি স্টেডিয়ামআহমেদাবাদ
মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামপুনে
ইডেন গার্ডেনস,কলকাতা
এম. এ. চিদম্বরম স্টেডিয়ামচেন্নাই
একনা ক্রিকেট স্টেডিয়ামলখনউ
ওয়াংখেড়ে স্টেডিয়ামমুম্বাই
এইচপিসিএ স্টেডিয়ামধর্মশালা
অরুণ জেটলি স্টেডিয়ামদিল্লি
এম চিন্নাস্বামী স্টেডিয়ামবেঙ্গালুরু
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামহায়দরাবাদ

 

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপজয়ী দেশ

  • 1975 – ওয়েস্ট ইন্ডিজ
  • 1979 – ওয়েস্ট ইন্ডিজ
  • 1983 – ভারত
  • 1987 – অস্ট্রেলিয়া
  • 1992 – পাকিস্তান
  • 1996 – শ্রীলঙ্কা
  • 1999 – অস্ট্রেলিয়া
  • 2003 – অস্ট্রেলিয়া
  • 2007 – অস্ট্রেলিয়া
  • 2011 – ভারত
  • 2015 – অস্ট্রেলিয়া
  • 2019 – ইংল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *