টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (TTTC) ৩ টি প্রোগ্রাম শিক্ষার্থী ভর্তি হতে পারবে। গতানুগতিক ধারার এই শিক্ষাব্যবস্থার সাথে এ এম আই ই কে তুলনা করা বেশ কঠিন। উক্ত কোর্স সমাপনান্তে ছাত্র/ছাত্রীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকর্তৃকডিপ্লোমা-ইন-টেকনিক্যাল এডুকেশন এরসনদপত্র প্রদান করা হবে। নিম্নবর্ণিত কোর্সসমূহে উল্লেখিত নূন্যতম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ইচ্ছুক প্রার্থাগণ ভর্তির জন্য আবেদন করতে পারবে।উক্ত কোর্স সমূহে উল্লেখিত নূন্যতম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ইচ্ছকপ্রা্থীগণ ভার্তির জন্য দরখাস্ত করতে পরবে।

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত সকল তথ্য আমাদের পোষ্টে তুলে ধরেছি। সম্পূর্ণ তথ্য জানতে মনোযোগ সহকারে পড়ুন। সিভিল টেকনোলজী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকক্রনিক্স টেকনোলজী ও মেকানিক্যাল টেকনোলজী এই তিনটি কোর্সে যোগ্যতা অনুসারে ভর্তি হতে পারবেন। আবেদন আগামী ১১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তির শিরোনামটেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
মোট বিভাগ০৩ টি
সেশন২০২১-২০২২
বিভাগ০৩ টি
আবেদন শুরু  ২২ নভেম্বর ২০২২ 
আবেদনের শেষ তারিখ  ১১ ডিসেম্বর ২০২২ 
আবেদন ফি৫০০ টাকা
লিখিত ও মৌখিক পরীক্ষা১৪ ডিসেম্বর ২০২২
ক্লাস শুরুর সাম্ভব্য তারিখ০২ জানুয়ারি ২০২৩
সর্বমোট ভর্তি ফি ৪২৪৫ টাকা

বিভাগ সমূহের নাম ও যোগ্যতা নিচে দেওয়া হলঃ 

মেকানিক্যাল টেকনোলজী

  • মোট আসন সংখ্যা – ১৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা- বাংলাদেশ কারিগরিশিক্ষা বোর্ড অথবাঅনুমোদিত কোনশিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত যন্ত্রকৌশল (শক্তিকৌশল/ ফুড টেকনোলজী/ কেমিকৌশল/অটোমোবাইল রেফ্রিজারেশন এন্ড এয়ার কক্ডিশনিং/ সিরামিক্স/ মেরিন টেকনোলজীতেডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

সিভিল টেকনোলজী

  • মোট আসন সংখ্যা  – ১৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরিশিক্ষা বোর্ড অথবা অনুমোদিত কোনশিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত পুরকৌশল/আর্কিটেকচার/আর্কিটেকচারএন্ড ইনটেরিয়র ডিজাইন কনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল-এ ডিপ্লোমা-ইনইঞ্জিনিয়ারিং অথবাসমমানেরশিক্ষাগত যোগ্যতা।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকক্রনিক্স টেকনোলজী

  • মোট আসন সংখ্যা – ১০
  • শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স /কম্পিউটার/ইলেকট্রোমেডিক্যাল/ এন্ড প্রসেস কব্ট্রোল-এডিপ্লোমা-ইনইঞ্জিনিয়ারিং অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

আগামী ১৮ডিসেম্বর ২০২১ইং তারিখ হতে ৫০০ (পাঁচ শত) টাকারবিনিময়ে অত্রকলেজেরএকাডেমিকশাখায় ভর্তি ফরম অফিসচলাকালীন সময়ে পাওয়া ঘাবে। প্রার্থীকেনির্ধারিতফরমেএস,এস,সিসার্টিফিকেট,ডিপ্লোমা ইনইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট, ডিপ্লোমা ইনইঞ্জিনিয়ারিং এরসর্বশেষ পর্বের মার্কসীট/গ্রেড সীট, পাসপোর্টসাইজের ১ (এক) কপিফটো এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরনিকটহতে প্রাপ্ত চরিত্রিক সার্টিফিকেট-এরসত্যায়িত কপিসহআগামী ২৯ ডিসেম্বর ২০২১ইং তারিখ বেলা ২:০০ ঘটিকার মধ্যে ভর্তির জন্য আবেদন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *