বাংলাদেশের সরকারি মাদ্রাসার তালিকা ২০২৩ ও বিস্তারিত

প্রাচীন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রসা শিক্ষা অন্যতম। আলিয়া মাদ্রাসা ভারতীয় উপমহাদেশের ইসলামী ও আধুনিক সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন শিক্ষা পদ্ধতি। এই আলিয়া মাদ্রাসাতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষাও দেওয়া হয়ে থাকে। আলিয়া মাদ্রাসার সকল কার্যক্রম মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে নিয়ন্ত্রন হয়ে থাকে। সর্বমোট বাংলাদেশের সরকারি মাদ্রাসার তালিকা হলো ৩টি যথা, (১) সরকারি  মাদ্রাসা-ই-আলিম, ঢাকা (২) সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা,বগুড়া  (৩) সরকারি আলিয়া মাদরাসা,সিলেট । চলুন দেরিনাকরে এই সকল সরকারি মাদ্রাসার বিস্তারিত তথ্য সংক্ষেপে জেনে আসি। 

বাংলাদেশের সরকারি মাদ্রাসার তালিকা

ক্রঃ নংসরকারি মাদ্রাসার তালিকাজেলাপ্রতিষ্ঠিতওয়েবসাইট
০১সরকারি  মাদ্রাসা-ই-আলিমঢাকা১৭৮০সালে , কলকাতা
১৯৪৭ সালে ঢাকায় (স্থানান্তরন)
 www.dhkgovmalia.edu.bd
০২সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসাবগুড়া১৯২৫ সালwww.govtmam.gov.bd
০৩সিলেট সরকারি আলিয়া মাদরাসাসিলেট১৯১৩ সালsylgovaliamadrasa.edu.bd

ঢাকা সরকারি  মাদ্রাসা-ই-আলিম :- মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা। এটি বাংলাদেশের ঢাকা জেলা অবস্থিত। এই সরকারি মাদ্রাসারটি বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। প্রথম ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। পরর্বতিতে ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। যখন ঢাকায় স্থানান্তর করা হয়, তখন মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খান বাহাদুর মাওলানা জিয়াউল হক, তিনি হলেন এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ। বর্তমানে প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ এই ঢাকা আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এর ওয়েবসাইট হলো  www.dhkgovmalia.edu.bd

সরকারি মাদরাসা-ই-আলিয়া, বকসীবাজার, ঢাকায় অবস্থিত। এই সরকারি মাদরাসার পশ্চিম দিকে “বাংলাদেশে মাদরাসা শিক্ষা বোর্ড” পূর্বে মাদরাসার ছাত্রদের আবাসিক হল আল্লামা কাশগরী (রহঃ) হল। বর্তমানে মাদ্রাসায় প্রায় ১৫০০ শিক্ষার্থী ও ৫০ জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসাটির রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, খেলারমাঠ, ছাত্রাবাস ও বিভিন্ন ধরণের ইসলামধর্মের স্থাপনা।  ২০০৬ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত হয়। ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হলে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্থানান্তরিত হয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়।

বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা :- সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া জেলায় অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনস্থ একটি কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা। এর প্রতিষ্ঠাতা হলেন ফুরফুরা শরীফের পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকি। ১৯২৫ সালে এই মাদ্রাসা টি প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইট হলো www.govtmam.gov.bd. আলেমে দ্বীন আল্লামা মুস্তফা মাদানীর নামানুসারে এই মাদরাসাটির নামকরণ করা হয়েছে। ১৯৮৬ সালে এ মাদরাসা টি সরকারিকরণ করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা :- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা বাংলাদেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিখ্যাত একটি সরকারি আলিয়া মাদ্রাসা।সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টায় এই মাদ্রাসাটি অবস্থিত। সিলেট আলিয়া মাদরাসা দেশের আলিয়া মাদরাসা ধারার প্রথম কামিল মাদ্রাসা।  ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইট হলো sylgovaliamadrasa.edu.bd. সিলেট সরকারি মহিলা কলেজের বিপরীত পার্শ্বে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। এটি বাংলাদেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসার মধ্যে একটি। ততকালীন শিক্ষামন্ত্রী সৈয়দ আব্দুল মজিদ মাদ্রাসাটি সরকারি উদ্যোগে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমান মাদ্রাসাটি ৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটিতে তিনটি ভবন, একটি ছাত্রাবাস এবং একটি ঐতিহাসিক ময়দান রয়েছে। সিলেটের বড় বড় রাজনৈতিক সভাগুলি এ ময়দানেই অনুষ্ঠিত হয়ে থাকে। মাদ্রাসার নবম শ্রেণি হতে কামিল পর্যন্ত মোট ছাত্র সংখ্যা ৬৫০ জন। এবং শিক্ষক রয়েছেন ৩০ জন। এই প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী সুবিধার জন্য রয়েছে গ্রন্থাগার, বিজ্ঞানাগার, খেলারমাঠ ও একটি বড় ময়দান।

2 thoughts on “বাংলাদেশের সরকারি মাদ্রাসার তালিকা ২০২৩ ও বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *